প্রশ্নঃ ‘গরিবের গতর এরা শস্তা দেকে।’- কে কোন প্রসঙ্গে একথা বলেছে ?প্রসঙ্গত বক্তার চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
উত্তরঃ বড় বাড়িতে কাঠ কাটতে এসে অভুক্ত ক্ষুধার্ত উচ্ছব একটু খেতে চাইলেও তার কপালে খাদ্য জোটেনা – কারণ বড় বাড়ির লোকেরা গরিবদের দিয়ে কাজ করাতেই জানে – তাদের সুখ দুঃখকে বুঝতে চায়না । বাসিনী উচ্ছবের কষ্ট বুঝলেও সে অসহায় । সেই অসহায়তা থেকেই বাসিনী উচ্ছবকে বলেছে ‘গরিবের গতর এরা শস্তা দেকে।’
বাসিনী বড় বাড়িতে কাজ করে । সে উচ্ছবের গ্রামেরই মেয়ে । লেখিকা মহাশ্বেতা দেবীর হাতের ছোঁয়ায় চরিত্রটি খুবই জিবন্ত হয়ে ফুটে উঠেছে ।বাসিনীর চরিত্রের যে বৈশিষ্ট্য গুলি লক্ষ্যণীয় সেগুলি হল –
এক) শ্রেণী দরদঃ বাসিনী বড়বাড়িতে কাজ করতে এসে গাঁ ভাসিয়ে দেয়নি – নিজের শিকড়টিকে সে ভুলে যায়নি । উচ্ছবের মতো সেও যে অসহায়- সে কথা সে জানে বলেই তাকে বলতে শুনি ‘গরিবের গতর এরা শস্তা দেকে’ ।
দুই) মানবিকতাঃউচ্ছবের অভুক্ত থাকার কথা শুনেও বড়বাড়ির কেউই তাকে একটু কিছু খেতে দেয়নি । কিন্তু বাসিনী চুপ করে থাকতে পারেনি- লুকিয়ে সে উচ্ছবের জন্য ছাতু নিয়ে এসেছিলো । ‘ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এস রাস্তার কল হতে... এ পিশাচের বাড়ি কেমন তা ঝাননি দাদা।’ এই ঘটনার মধ্যদিয়ে ‘পিশাচের বাড়িতে’ও আমরা একটা মানবিক মুখ দেখতে পাই ।
তিন) বাস্তববোধ সম্পন্নাঃ বাঁচার জন্য বাসিনী বড়ো বাড়িতে কাজে যোগ দেয়, তাই তো তাদের মন জুগিয়েই চলতে হয় বাসিনীকে । বাসিনী এটা খুব ভালোভাবেই বোঝে জন্যই বড় পিসিমা যে লুকিয়ে চাল বিক্রি করে আর তার মাধ্যম হয় বাসিনী । এই ভাবেই তো বেঁচে থাকতে হয় বাসিনীদের ।
চার) সংস্কারীঃ উচ্ছব যখন বাসিনীর কাছে এক মুঠো চালের জন্য অনুরোধ করে ‘দে বাসিনী বাগ্যতা করি তোর’ । তখন বাসিনী মনে করিয়ে দেয় ‘আরে আরে! কর কি উচ্ছব দাদা । গাঁ সম্পক্কে দাদা তো হও।’- সম্পর্কের অবস্থানটিকে ভুলে যায়নি বাসিনী ।
সবমিলিয়ে সবদিক বজায় রাখা বাসিনী এক জীবন্ত বাস্তব চরিত্র হয়ে উঠেছে মহাশ্বেতা দেবীর হাতের ছোঁয়ায়।
Post a Comment