2nd slst WBSSC Bengali: বাংলা সাহিত্যের ইতিহাস । চর্যাপদ থেকে ১০০ টি প্রশ্ন উত্তর সহ

2nd slst WBSSC Bengali: বাংলা সাহিত্যের ইতিহাস । চর্যাপদ থেকে ১০০ টি প্রশ্ন উত্তর সহ

2nd slst WBSSC Bengali: বাংলা সাহিত্যের ইতিহাস । চর্যাপদ থেকে ১০০ টি প্রশ্ন উত্তর সহ



চর্যাপদ

১। চর্যাপদ এর প্রথম পদটির রচয়িতা কে?

উঃ লুই পাদ

২। চর্যাপদ কে কবে কোথা থেকে আবিস্কার করেন?

উঃ হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ খ্রিস্টাব্দে, নেপালের রাজগ্রন্থাগার থেকে।

৩। চর্যাপদ কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয়?

উঃ হরপ্রসাদ শাস্ত্রী, ১৯১৬ খ্রি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে

৪। কত গুলি চর্যা আবিষ্কৃত হয়?

উঃ ৪৬ টি সম্পূর্ণ ও ১ টি অর্ধেক

৫। চর্যাপদের প্রাচীন কবি কাকে মনে করা হয়?

উ: সরহ পা

৬। চর্যাপদ কী নামে প্রথম প্রকাশিত হয়?

উঃ 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোঁহা'

৭। চর্যা কথার অর্থ কী?

উঃ আচরণীয়

৮। হরপ্রসাদ শাস্ত্রী কত বারের প্রচেষ্টায় চর্যাপদ আবিষ্কার করেন?

উঃ তৃতীয় বারের প্রচেষ্টায়

৯। ৪২ নং পদটি কার?

উঃ কাহ্ন পা

১০। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন?

উঃ প্রবোধচন্দ্র বাগচী

১১। হরপ্রসাদের আগে পুঁথি আবিষ্কারে কার দায়িত্ব ছিল?

উঃ রাজেন্দ্রলাল মিত্র

১২। চর্যার কোন পদকার নিজেকে বাঙালি বলে

পরিচয় দিয়েছেন? কত সংখ্যক পদে?

উঃ ভুসুকুপা..৪৯ নং পদে।

১৩। চর্যাপদের সংস্কৃত টীকা ও টীকাকারের নাম কী?

উঃ নির্মলগিরাটীকা বা চর্যাগীতিকোষবৃত্তি- মুনিদত্ত

১৪। চর্যাপদের টীকাকার কে?

উঃ মুনি দত্ত

১৫। চর্যার কোন কোন পদ গুলি পাওয়া যায় নি?

উঃ চর্যাপদের ২৪, ২৫ এবং ৪৮ সংখ্যক পদগুলি পাওয়া যায়নি। এছাড়াও, ২৩ নম্বর পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে।

১৬। নব চর্যাপদ কী?

উঃ ১৯৬৩ সালে ড. শশীভূষন দাশগুপ্ত ২০ টি প্রাচীন পুথি থেকে ২৫০ টি পদ পান, এর মধ্যে ৯৮ টি পদ নিয়ে কোলকাতা বিশ্ববিদ্যালয় নবচর্যাপদ নামে প্রকাশ করেন।

১৭। চর্যাপদ এর কবিদের শেষে সম্মান সূচক পদ বা শব্দ ব্যবহার এর কারণ কি?

উঃ তারা পূজনীয় বোঝাবার জন

১৮। পুঁথির শুরুতে কি শব্দ দিয়ে শুরু হয়েছে?

উঃ নম:শ্রীবজ্রযোগীনৈ

১৯। চর্যাপদে কোন কোন নদীর নাম পাওয়া যায়?

উঃ গঙ্গা যমুনা ।

২০। চর্যাপদে উল্লিখিত একমাত্র ফলের নাম কি?

উঃ তেঁতুল।

২১। চর্যাপদের ব্যাপ্তি কাল কত বছর?

উঃ দশম থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি

২২। চর্যার কোন কবিকে চিত্র ধর্মী কবি বলা হয়?

উঃ ভুসুকু

২৩। চর্যাপদের মহিলা পদকর্তা হিসেবে কাকে অনুমান করা হয়ে থাকে?

উঃ কুক্‌কুরী পা

২৪। চর্যাপদের পত্র সংখ্যা কত?

উঃ ৬৯

২৫। দুই জন অবাঙালী চর্যার গবেষকের নাম লিখ ।

উঃ রাহুল সাংকৃত্যায়ন, জয় কান্ত মিশ্র ও বিশ্বনাথপ্রসাদ মিশ্র

২৬। 'চর্যার পুঁথিটি কোন অক্ষরে লিখিত?

উঃ চর্যাপদের পুঁথিটি মূলত অপভ্রংশ বা অবহট্‌ট অক্ষরে লেখা ছিল। কিছু ক্ষেত্রে বাংলা লিপিরও প্রভাব দেখা যায়। অনেকে কুটিল লিপি বলেন ।

২৭। লুইপাদ কোন রাগে চর্যাপদ রচনা করেছিলেন?

উঃ পটমঞ্জরী

২৮। প্রবোধচন্দ্র বাগচী প্রণোদিত চর্যাপদের নাম কি?



উঃ চর্যাশ্চর্যবিনিশ্চয়

২৯। চর্যাপদের ওপর বই লিখেছেন এমন কয়েক জনের নাম বলুন?

উঃ হরপ্রসাদ শাস্ত্রী-বেনের মেয়ে, সেলিনা হোসেন-নীল ময়ূরীর যৌবন, শিবাশিস মুখোপাধ্যায়- কাহ্ন, বাণী বসুর- মৈত্রীয় জাতক

৩০। চর্যাপদের ভাষাকে কে হিন্দী বলে দাবী করেছেন?

উঃ বিজয় চন্দ্র মজুমদার ।

৩১। চর্যাপদের ভাষাতত্ত্ব নিয়ে কে কে আলোচনা করেন?

উঃ সুনীতিকুমার, প্রবোধচন্দ্র বাগচী, বিধুশেখর শাস্ত্রী

৩২। কোন পদকর্তা সর্বাধিক পদ রচনা করেন?

উঃ কাহ্ন পাদ ।

৩৩। ভুসুকু পাদ রচিত পদের সংখ্যা কত ?

Ans. ৮টি

৩৪। চর্যাপদ কোন ছন্দে রচিত?

উঃ পয়ার ত্রিপদি। পাদাকুলক।

৩৫। চর্যার গান গুলোকে কেন সাধক সংগীত বলা হয়??

উঃ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন তত্ব প্রকাশিত হয়েছে গান গুলিতে।

৩৬। চর্যাপদ এর পুঁথিটি কার ওপর লেখা?

উঃ তালপাতা

৩৭। চর্যাপদের মোট পুঁথি ও প্রাপ্ত পুঁথির সংখ্যা কত?

উঃ মোট ৫০টি মতান্তরে ৫১টি। পাওয়া যায় ৪৬.৫টি।

৩৮। চর্যাগীতি প্রথম কবে মুদ্রিত হয়?

উঃ ১৯১৬ সালে

৩৯। চর্যাপদের কত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে?

উঃ ১৭ সংখ্যক পদে

৪০। চর্যায় কোন খেলার উল্লেখ আছে?

উঃ নয়বল বা দাবা

৪১। চর্যায় মোট কতগুলো রাগ আছে?

উঃ ১৭ টি

৪২। চর্যাপদের ভাষা যে বংলা তা কে প্রমাণ করেন?

উঃ ১৯২৬ সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায়

৪৩। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন?

উঃ তিব্বতী টীকা কীর্তিচন্দ্র/ চন্দ্রকীর্তি



৪৪। চর্যার ভাষা যে হিন্দি নয় তা কে প্রমাণ করেন?

উঃ সুকুমার সেন

৪৫। চর্যাপদে চিত্রিত জনগোষ্ঠীর নাম গুলি কী ?

উঃ তাঁতি, ব্যাধ, শবর, মাহুত, গুঁড়ি, কাপালিক, নটনটী,

৪৬। পন্ডিতদের মতে চর্যার ভাষা কোন উপভাষার উপর প্রতিষ্টিত?

উঃ রাঢ়ী উপভাষা

৪৭। চর্যাপদের সাধনতত্ত্বে মস্তিষ্কে অবস্থিত চক্রের নাম কী?

উঃ মহাসুখ চক্র

৪৮। চর্যাপদের দুজন বিদেশি গবেষকের নাম কী?

উঃ জি তাকি, আর্ণন্ড বেক।

৪৯। উচাঁ উচাঁ পাবত তাই বসই সবরী বালী পঙক্তি টি কত নং চর্যায় আছে?

উঃ ২৪ নং

৫০। চর্যাপদে উল্লিখিত মালা ও ফুলের নাম কী?

উঃ গুঞ্জরি ফুলের মালা, কার্পাস ফুল

৫১। কোন পদকর্তা একটির বেশি পদ রচনা করেননি ?

উঃ চাটিল পাদ

৫২। চর্যাপদের অনুসঙ্গ নিয়ে লেখা একটি আধুনিক উপন্যাসের নাম ?

উঃ মত্রৈয়ী জাতক।

৫৩। বাংলা ভাষার আদি কবি কে?

উঃ লুই পা

৫৪। চর্যাপদ কোন ছন্দে লেখা?

উঃ চর্যাপদ মূলত পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা, তবে এতে মাত্রাবৃত্ত ছন্দের প্রভাবও দেখা যায়। বিশেষ করে, ১৬ মাত্রার পাদাকুলক ছন্দ বেশি ব্যবহৃত হয়েছে, যদিও সর্বত্র নির্দিষ্ট মাত্রারীতি বজায় থাকেনি।

৫৫। কত জন পদকর্তা একটির বেশি পদ রচনা করেন নি?

উঃ চাটিল পা সহ আরও ১৫ জন

৫৬। দাবা খেলাটা কার কত নং পদে আছে?

উঃ কাহ্ন পা র ১২নং পদে ।

৫৭। "রুখের তেগুলি কুম্ভীরে খাও" পদটির পদকর্তা কে?

উঃ কুক্করী পা।



৫৮। চর্যাপদ যে গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় তার নাম কী ?

উঃ অভিলেখালয়।

৫৯। চর্যাপদের ইংরেজী নাম কী ?

উঃ ১৯৫৬ সালে বিশ্বভারতী থেকে "Caryagitikosa of Buddistic Siddhas" নামে P.C Bagchi and Santi Bhiksu দ্বারা প্রকাশিত এবং ১৯৭৭ সালে "Caryagitikosa" নামে নীলরতন সেন প্রকাশ করেন।

৬০। হিন্দী নামে কোন কোন চর্যাপদ প্রকাশিত হয়েছে?

উঃ ধর্মবীর ভারতীর সিদ্ধসাহিত্য-১৯৫৫। রাহুল সাংকৃত্যায়নের-- দোহাকোষ-১৯৫৭।

৬১। চর্যার কোন পদকর্তা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন?

উঃ ভুসুকু পা।

৬২। চর্যার পদে বাংলা দেশের কোন নদীর নাম আছে?

উঃ পদ্মা নদীর

৬৩। 'মেখলা টীকা' কার রচনা?

উঃ আচার্যপাদ

৬৪। রাইতু বলে কোন কবি নিজেকে দাবি করেছেন?

উঃ ভুসুকু পা

৬৫। কোন কবি নিজেকে বাঙ্গালী বলেছেন?

উঃ ভুসুকু পা।

৬৬। চর্যাগীতির দুটি সামাজিক বৈশিষ্ট কী?

উঃ ১০ বর্ণাশ্রম প্রথা। ২. অন্ত্যজ শ্রেণীর জীবন চিত্র।

৬৭। রাইতু কথার অর্থ কী?

উঃ রাজপুত

৬৮। পদ্মা নদীর উল্লেখ কাঁর কততম পদে আছে?

উঃ ভুসুকু পা এর ৪৯ নং পদে

৬৯। ভুসুকুপার আসল নাম কি?

উঃ শান্তি দেব

৭০। কতগুলি ভণিতায় কবিনাম পাওয়া যায়নি?

উঃ ৫টি

৭১। বেশিরভাগ পদ কয়টি চরণে লিখিত?

উঃ ১০টি

৭২। চর্যার ভাষাকে কে সন্ধাদেশের ভাষা বলেছেন।

উঃ পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়

৭৩। চর্যাপদে থানা কে কী বলা হত?

উঃ উআরি

৭৪। চর্যার ৩৩ নাম্বার পদটি কী এবং কার?

উঃ টেণ্টন পাদের..... টালত ঘর মোর নাহি পড়বেশী/হারিত ভাত নাহি নিতি আবেশি

৭৫। কার, কোন কাব্যের ছন্দের সঙ্গে চর্যাগীতির ছন্দের মিল লক্ষ্য করা যায়?

উঃ জয়দেব, গীতগোবিন্দ

৭৬। কে সন্ধ্যা ভাষাকে 'প্রহেলিকায়ম ভাষা' বলেছেন?

উঃ বুর্নফ

৭৭। চর্যাপদের ভাষা মৈথিলি একথা কে বলেন?

উঃ জয়কান্ত মিশ্র

৭৮। কোন গ্রন্থে সুনীতি কুমার চর্যাপদ সম্পর্কে আলোচনা করেছেন?

উঃ Origin and Development of Bengali Language

৭৯। নবচর্যাপদের সম্পাদক কে?

উঃ অসিতকুমার বন্দ্যোপাধ্যায়

৮০। কুক্‌কুরী পা কয়টি পদ লেখেন?

উঃ ৩টি

৮১। ‘করুণা পিহাড়ি খেলহুঁ নয়বল’- কার লেখা পদ?

উঃ কাহ্নপা

৮২। চর্যাপদকে মৈথিলী ভাষার আদি নিদর্শন কে বলেছেন?

উঃ জয়কান্ত মিশ্র তাঁর "A history of maithili literature" গ্রন্থে।

৮৩। চর্যাপদের ফটোমুদ্রণ সংস্করণ কে কবে করেন?

উঃ নীলরতন সরকার,

৮৪। চর্যাপদের রাগারাগিনির নাম কি?

উঃ পটমঞ্জরী, গবড়া, গুর্জরী, বঙ্গাল, দেবক্রী, কামোদ, ধানেশ্রী ইত্যাদী।

৮৫। চর্যাপদে দারোগা কে কি বলা হত?

উঃ দুষাধী

৮৬। চর্যাপদে কোন বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে?

উঃ পটহ বা ঢোল, মাদল, করন্ত, কসাল, ডমরু, বীণা, একতারা ইত্যাদি।



৮৭। হরপ্রসাদ শাস্ত্রী কত বারের প্রচেষ্টায় চর্যাপদ আবিষ্কার করেন?

উঃ তৃতীয় বারের প্রচেষ্টায়

৮৮। বিনিশ্চিয়' কথার অর্থ কী?

উঃ চর্যাগুলির অপূর্ব ব্যাখ্যা।

৮৯। চর্যাপদ কোন রাজবংশের সময়কালে রচিত হয়েছিল?

উঃ পাল বংশের রাজা গোপাল

৯০। মদ তৈরি ও প্রচলনের কথা কোন পদে পাওয়া যায়।

উঃ ৩ এবং ৫০ নং পদে।

৯১। " নব চর্যাপদ" কোথা থেকে প্রকাশিত হয়?

উঃ কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে

৯২। নব চর্যাপদগুলি কে সংগ্রহ করেছিলেন?

উঃ ডঃ শশিভূষণ দাশগুপ্ত, ১৯৬৩

৯৩। চর্যার কয়েকটি প্রবাদের নাম বলুন?

উঃ ১. আপনা মাঁসে হরিণা বৈরী

২. গাছের তেগুলি কুম্ভীরে খায়ে

৯৪। নাটক কথাটি প্রথম বাংলাসাহিত্যে কোথায় পাওয়া যায়?

উঃ চর্যাপদে

৯৫। প্রবোধচন্দ্র বাগচী মহাশয় চর্যাপদের যে তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন, তাতে মোট গানের সংখ্যা কয়টি?

উঃ ৫০ টি

কাহ্নপাদ-১২টি,

ভুসুকুপাদ-৮টি,

সরহপাদ- ৪টি,

কুক্‌কুরীপাদ- ৩টি,

লুইপাদ, শান্তিপাদ, সবরপাদ- ২টি,

ডোম্বীপাদ, চাটিলপাদ, দ্বারিকপাদ, ধামপাদ, বিরুবাপাদ, গুন্ডরীপাদ, কামলি বা কমলাম্বরপাদ, মহিন্ডা বা মহীধরপাদ, বীনাপাদ, আজদেব বা আর্যদেবপাদ, ঢেন্ডনপাদ, ভাবেপাদ বা ভদ্রপাদ, তাড়কপাদ, কঙ্কণ বা কৌঙ্কনপাদ, জয়নন্দিপাদ, তন্ত্রীপাদ- ১টি পদ রচনা করেন।


৯৬। চর্যা শব্দের অর্থ কী?

উঃ তিব্বতী ভাষায় 'চর্যা' কথাটি সংস্কৃত আচার শব্দের সমার্থক। যার বাংলা অর্থ 'আচরণ'।

৯৭। চর্যাপদে সবচেয়ে বেশি গান গাওয়া হয় কোন রাগে?

উঃ সব চেয়ে বেশি ব্যবহৃত হয়েছে পটমঞ্জুরী।

৯৮। চর্যাপদে কী কী যানবাহনের উল্লেখ আছে?

উঃ রথ, নৌকা, পালকী ।

৯৯। ১১ এবং ১২ সংখ্যক পদের মাঝখানে কোন পদকর্তার নাম পাওয়া যায়?

উঃ লাড়িডোম্বি পা

১০০। কোন পদকর্তার কোন পদ পাওয়া যায়নি, শুধু নাম পাওয়া গেছে?

উঃ লাড়িডোম্বি পা

0/Post a Comment/Comments