WBSSC 2nd SLST 2025: শাবলতলার মাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১। ‘আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন।’ – বক্তা কে?
ক) উমাচরণ মাস্টার খ) পিসিমা গ) গোবরডাঙ্গার সেজোবাবুর শালা ঘ) সতু
২। উমাচরণ মাস্টারের লেখা বইটির নাম-
ক) আক্কেল সেলামি খ) আক্কেল গুড়ুম গ) আক্কেল কথা ঘ) আক্কেল অনাক্কেল
৩। ‘মাস্টার মশাই খুব বড়ো পন্ডিত।’- বক্তা কে?
ক) উমাচরণ মাস্টার খ) পিসিমা গ) গোবরডাঙ্গার সেজোবাবুর শালা ঘ) সতু
৪। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব-
ক) এক থেকে দেড় ক্রোশ খ) দেড় থেকে দুই ক্রোশ গ) দুই থেকে আড়াই ক্রোশ ঘ) আড়াই থেকে তিন ক্রোশ
৫। খাবার জন্য ‘নারকেলের নাড়ু আর রুটি’ করে দিয়েছিলেন-
ক) কানাই এর মা খ) সতুর মা গ) পিসিমা ঘ) সারদার মা
৬। ‘একটু ফিসফাস করবার জো নেই সেখানে।’ – কোথাকার কথা বলা হয়েছে?
ক) রানাঘাটের পরীক্ষা কেন্দ্র খ) শাবলতলার পরীক্ষা কেন্দ্র গ) দুর্গাপুরের পরীক্ষা কেন্দ্র ঘ) গোবরডাঙ্গার পরীক্ষা কেন্দ্র
৭। উমাচরণ মাস্টারমশাইয়ের বয়স কত?
ক) ৩০ এর মত খ) ৩৫ এর মত গ) ৪০ এর মত ঘ) ৪৫ এর মত
৮। উমাচরণ মাস্টারের লেখা বইটি কী জাতীয় বই?
ক) নাটক খ) প্রহসন গ) উপন্যাস ঘ) গল্প
৯) ‘মাস্টামশাই বই একখানা দিয়েছেন তার বদলে।’- কত পয়সার বিনিময়ে এই বই দিয়েছিলেন?
ক) ৭ আনা খ) ৮ আনা গ) ৯ আনা ঘ) ১০ আনা
১০। ‘আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি।’- মোট কতজন ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছিল ?
ক) ৪ জন খ) ৫ জন গ) ৬ জন ঘ) ৭ জন
১১। ‘রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ার নাকি নানা গোলমাল।’ – একথা বলেছিলেন-
ক) উমাচরণ মাস্টার খ) ইন্স্পেক্টর গ) কানাই ঘ) পিসিমা
১২। ‘আমরা যাব কখন? মাস্টারমশাই কোথায় ?’- বক্তা কে?
ক) সতু খ) সারদা গ) কানাই ঘ) গল্প কথক
১৩। ‘মাস্টারমশাই একজন আসল কবি।’ বক্তা কে?
ক) সতু খ) সারদা গ) কানাই ঘ) গল্প কথক
১৪। ‘সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পেছন ফিরে চাইলেন।’- কে কাশির আওয়াজ করেছিলেন?
ক) সতু খ) সারদা গ) কানাই ঘ) গল্প কথক
১৫। ‘উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ।’- এই ‘ইতিহাস’ কত বছর আগের?
ক) পঁচিশ- ছাব্বিশ খ) সাতাশ-আটাশ গ) আটাশ-তিরিশ ঘ) তিরিশ-বত্রিশ
উত্তর-
১। গ ২। খ ৩। ঘ ৪। গ ৫। ক ৬। ক। ৭। গ ৮। খ ৯। গ ১০। ক ১১। খ ১২। গ ১৩। ক ১৪। খ ১৫। ঘ
Post a Comment