WBSSC 2nd SLST Bengali Mock Test : বাংলা , মোট ৪৫ টি প্রশ্ন উত্তর সহ
১। ‘আমাদের গাঁয়ে তো ও নামের কেউ নেই।’- কার কথা বলা হয়েছে?
ক) উমাচরণ খ) গিরিশ ঘোষ গ) শঙ্খ ঘোষ ঘ) শ্রীপান্থ
২। ‘সহজ করে বাঁচা’ কোথায় সম্ভব নয় ?
ক) তিনপাহাড়ের কোলে খ) জনমানববিহীন স্টেশনে গ) খাঁচায় ঘ) বনভূমির ওপারে
৩। ‘কেশে গলা পরিষ্কার করে।’- কার কথা বলা হয়েছে?
ক) উমাচরণ খ) তপনের নতুন মেসো গ) তপনের মেজকাকু ঘ) তপন
৪। ‘নেমে এল তার মাথার ওপর।’- কী নেমে এসেছিল ?
ক) পাথর খ) বছর গ) বোমা ঘ) আকাশ
৫। ‘এখন ছুটি চলছে’- কার ছুটির কথা বলা হয়েছে?
ক) উমাচরণ মাস্টার খ) তপন গ) তপনের মেসোমশাই ঘ) উপরের কারোরই নয়
৬। বুধুয়া প্রতিদিন কী দেখে?
ক) নীল আকাশ খ) পাখির ঝাঁক গ) নদীর ধারা
ঘ) গাছের সারি
৭। ‘ওকে বের করে দিক মাঠ থেকে’- যার কথা বলা হয়েছে তার গায়ে কী রঙের জার্সি ছিল?
ক) লাল সোনালি খ) লাল হলুদ গ) লাল-নীল ঘ) নীল হলুদ
৮। ‘ফুটপাথের মাঝখানে রেখে দিলাম।’ – কী রেখে দেওয়ার কথা বলা হয়েছে ?
ক) কলার খোসা খ) নীল জার্সি গ) টাকা ঘ) বাঁশি
৯। 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' — কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
ক) 'নিহিত পাতাল ছায়া' খ) 'পাঁজরে দাঁড়ের শব্দ' গ) 'দিনগুলি রাতগুলি' ঘ) 'জলই পাষাণ হয়ে আছে'
১০। 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' — কবিতায় হয়তো কী বেঁচে আছে ?
ক) আমরা খ) পৃথিবী গ) ভিখারি ঘ) গাছ
১১। অবিনাশের ছেলে বিনুর বয়স কত?
ক) আট বছর খ) দশ বছর গ) ১২ বছর ঘ) চৌদ্দ বছর
১২। ‘বিশ্ব ছোট হয়ে যাক’ – কীসের মতন ছোট হওয়ার কথা বলা হয়েছে ?
ক) আপেলের মতন খ) কমলার মতন গ) আমলকির মতন ঘ) আঙুরের মতন
১৩। সমুদ্রপারে পূজার ঘণ্টা কখন বাজছিল?
ক) সকালে খ) সন্ধ্যায় গ) সকালে – সন্ধ্যায় ঘ) মধ্যরাতে
১৪। ‘পশুরা বেড়িয়ে এল’- কোথা থেকে বেড়িয়ে এসেছিল?
ক) গুহা থেকে খ) অরণ্য থেকে গ) সমুদ্রপার থেকে ঘ) গুপ্ত গহ্বর থেকে
১৫। রাসমণির জন্ম-
ক) ১২০০ বঙ্গাব্দ, ১১ আশ্বিন খ) ১২০০ বঙ্গাব্দ, ১৪ আশ্বিন গ) ১২০০ বঙ্গাব্দ, ১৬ আশ্বিন ঘ) ১২০০ বঙ্গাব্দ, ২১ আশ্বিন
১৬। কত সালে রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিয়ে হয়েছিল?
ক) ১৮০০ খ) ১৮০২ গ) ১৮০৪ ঘ) ১৮০৬
১৭। দ্বারকনাথ যে পরগনাটি রাসমণিকে লিখে দিয়েছিলেন তার বার্ষিক আয় কত ছিল?
ক) ১৬ হাজার টাকা খ) ২৬ হাজার টাকা গ) ৩৬ হাজার টাকা ঘ) ৩৮ হাজার টাকা
১৮। জগন্নাথপুরে প্রজাদের রক্ষার জন্য কোন সর্দারের নেতৃত্বে একদল লাঠিয়াল এসেছিল?
ক) কালুরায় খ) কালুরাম গ) মহাবীর ঘ) রঘুবীর
১৯। মকিমপুরে সবচেয়ে অত্যাচারী নীলকরের নাম কী ছিল?
ক) ডোনাল্ড খ) স্যামুয়েল ফেডি গ) লুই বোনার্ড ঘ) টমাস আইভান কেণী
২০। দক্ষিণেশ্বর কালীমন্দির নির্মানে কোন বিলাতি ঠিকাদারী সংস্থা কাজ করেছিল?
ক) লারসেন অ্যান্ড টুব্রো খ) ম্যাকিনটস অ্যান্ড বার্ন গ) কনসোলিডেটেড কন্ট্রাক্টর কোম্পানি ঘ) মার্টিন এন্ড কোং
২১। ত্রিফলা বলতে যে – তিনটি ফলকে বোঝায় , সেগুলি হল – ক) হরীতকী , সুপারি , এলাচ খ) হরীতকী , সুপারি , আমলকী গ) বহেড়া , হরীতকী , আমলকী ঘ) বহেড়া , সুপারি , আমলকী
২২। ছোটোবেলায় লেখকদের লেখালেখির প্রথম উপকরণগুলি ছিল –
ক) খাগের কলম , মাটির দোয়াত , ভূর্জপত্র , ভেষজ কালি
খ) পালকের কলম , তুলট কাগজ , কাচের দোয়াত , ঘরে বানানো কালি গ) বাঁশের কলম , মাটির দোয়াত , কলাপাতা , ঘরে তৈরি কালি ঘ) স্লেট , পেনসিল
২৩। লেখক প্রাচীন ফিনিসীয় হলে লেখার জন্য ব্যবহার করতেন—
ক) পালক খ) স্টাইলাস গ) হাড় ঘ) নলখাগড়া
২৪। কুইল হল –
ক) খাগের কলম খ) খাগড়ার কলম গ) পালকের কলম ঘ) কঞ্চির কলম
২৫। ‘ বাবু কুইল ড্রাইভারস ‘ কথাটি কাদের বলা হত ?
ক) গরম গরম ইংরেজি বলা বাঙালি সাংবাদিকদের খ) সরল হিন্দি ভাষায় কথা বলা সাংবাদিকদের গ) ভাঙা ভাঙা হিন্দিভাষী সাংবাদিকদের ঘ) সাবলীল বাংলাভাষী সাংবাদিকদের
২৬। 'নগর বাহিরি ডোম্বি তোহোর কুড়িআ' কার পদ?
ক) কাহ্নপাদের খ) ঢেণ্টনপাদের গ) কম্বলাম্বরপাদের ঘ) কুকুরিপাদের
২৭। 'জে জে আইলা তে তে গেলা' কে লিখেছেন?
ক) কাহ্নপাদের খ) ঢেণ্টনপাদের গ) কম্বলাম্বরপাদের ঘ) কুকুরিপাদের
২৮। 'হাঁউ নিরাসী খমন ভতারি' কার লেখা পদ?
ক) কাহ্নপাদের খ) ঢেণ্টনপাদের গ) কম্বলাম্বরপাদের ঘ) কুকুরিপাদের
২৯। 'সদগুরু বোহে করিহ সো নিচ্চল' কার রচিত?
ক) কাহ্নপাদের খ) ভুসুকপাদের গ) কম্বলাম্বরপাদের ঘ) কুকুরিপাদের
৩০। 'এড়ি এউ ছান্দক বান্ধ করণক পাটের আস' কে লিখেছেন?
ক) লুইপাদ খ) ঢেণ্টনপাদ গ) কম্বলাম্বরপাদ ঘ) কুকুরিপাদ
৩১। 'আপনা মাংসে হরিণা বৈরী' রচয়িতা কে?
ক) কাহ্নপাদ খ) ঢেণ্টনপাদ গ) ভুসুকপাদ ঘ) কুকুরিপাদ
৩২। 'খুন্টি উপাড়ী মেলিলি কাচ্ছি' কার পদ?
ক) কাহ্নপাদের খ) ঢেণ্টনপাদের গ) কম্বলাম্বরপাদের ঘ) কুকুরিপাদের
৩৩। 'বেঙ্গ সংসার বড়িল জাঅ' কার রচিত?
ক) কাহ্নপাদ খ) ঢেণ্টনপাদ গ) কম্বলাম্বরপাদ ঘ) কুকুরিপাদ
৩৪। শ্, ষ্, স্, হ্- এগুলি হল-
ক) কম্পিত ধ্বনি খ) পার্শ্বিক ধ্বনি গ) তাড়িত ধ্বনি ঘ) উষ্ম ধ্বনি
৩৫। প্রত্যেক বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি গুলিকে বলা হয়-
ক) কম্পিত ধ্বনি খ) ঘোষ ধ্বনি গ) তাড়িত ধ্বনি ঘ) উষ্ম ধ্বনি
৩৬। প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিগুলি বলা হয়-
ক) অল্পপ্রাণ ধ্বনি খ) মহাপ্রাণ ধ্বনি গ) তাড়িত ধ্বনি ঘ) উষ্ম ধ্বনি
৩৭। প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলি বলা হয়-
ক) অল্পপ্রাণ ধ্বনি খ) মহাপ্রাণ ধ্বনি গ) তাড়িত ধ্বনি ঘ) উষ্ম ধ্বনি
৩৮। ‘উ’–কার উচ্চারণের সময়ে জিহ্বার অবস্থান কোথায় থাকে?
ক) উচ্চ–সম্মুখ খ) নিম্ন–সম্মুখ গ) উচ্চ–পশ্চাৎ ঘ) নিম্ন–পশ্চাৎ
৩৯। বাংলা স্বরবর্ণের ওপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
ক) হ্রস্ব স্বর খ) দীর্ঘ স্বর গ) অনুনাসিকতা ঘ) ব্যঞ্জনা
৪০। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে কী হয়?
ক) স্বরধ্বনি খ) মৌলিক স্বরধ্বনি গ) স্বল্প স্বরধ্বনি ঘ) দ্বি–স্বরধ্বনি
৪১। কোন ধরনের ধ্বনি কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয়?
ক) অনুনাসিক স্বরধ্বনি খ) নাসিক্য স্বরধ্বনি গ) মৌখিক স্বরধ্বনি ঘ) দ্বিস্বরধ্বনি
৪২। ‘মৌ’ শব্দটিতে ‘ঔ’ দ্বিস্বরধ্বনিতে কোন স্বরধ্বনি রয়েছে?
ক) অ+উ খ) ও+উ্ গ) অ+উ্ ঘ) ও+উ
৪৩। যে বর্ণ উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে কী বর্ণ বলে?
ক) ঘোষ বর্ণ খ) অঘোষ বর্ণ গ) মহাপ্রাণ ধ্বনি ঘ) অল্পপ্রাণ ধ্বনি
৪৪। ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
ক) মহাপ্রাণ বর্ণ খ) স্পর্শ্ব ধ্বনি গ) ওষ্ঠ ধ্বনি ঘ) ঘোষ ধ্বনি
৪৫। নিচের কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপের জন্যে কোনো চিহ্ন নেই?
ক) অ খ) আ গ) ই ঘ) ঈ
উত্তরঃ
১। খ ২। গ ৩। ঘ ৪। খ ৫। গ ৬। খ ৭। ক ৮।ক ৯। ঘ ১০। খ ১১। খ ১২। গ ১৩। গ ১৪। ঘ ১৫। ক ১৬। গ ১৭। গ ১৮। গ ১৯। ক ২০। খ ২১। গ ২২। গ ২৩। ক ২৪। গ ২৫। ক ২৬। ক ২৭। ক ২৮। ঘ ২৯। খ ৩০। ক ৩১। গ ৩২। গ ৩৩। খ ৩৪। ঘ ৩৫। খ ৩৬। ক ৩৭। খ ৩৮। গ ৩৯। গ ৪০। ঘ ৪১। ক ৪২। খ ৪৩। ঘ ৪৪। খ ৪৫। ক
Post a Comment