WBSSC 2nd SLST Bengali Mock Test : বাংলা মকটেস্ট

WBSSC 2nd SLST Bengali Mock Test : বাংলা মকটেস্ট


- WBSSC Bengali Mock Test 2025 - SLST 2nd Phase Bengali Practice Test - WBSSC 2nd SLST Bengali Model Paper - মাধ্যমিক শিক্ষক নিয়োগ 2025 প্রস্তুতি - বাংলা মকটেস্ট প্রশ্নোত্তর PDF - WB SLST Bengali Preparation Guide - SLST Bengali Test Series Free - পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস বাংলা মডেল প্রশ্ন - SLST বাংলা সম্ভাব্য প্রশ্ন ও উত্তর - WBSSC 2025 Bengali Syllabus & Test - Bengali Mock Exam for WB School Service - বাংলা বিষয়ের WBSSC প্রশ্নপত্র বিশ্লেষণ - WB SLST Bengali Sample Questions - WBSSC Bengali Suggestion 2025 - SLST Bengali MCQ Test Practice



১। তিন জোড়া চোখ আটকে গেল”—কোথায়?
ক) অন্ধকারে খ) পাহাড়ে গ) ফ্রেমে ঘ) আকাশে


উত্তরঃ গ


২। "আলোর ঘোমটা খোলে আকাশে”—কোন আকাশে?
ক) মধ্য আকাশে খ) পূর্ব আকাশে গ) পশ্চিম আকাশে ঘ) দক্ষিণ আকাশে


উত্তরঃ খ


৩। ‘অসুখী একজন’- কবিতায় ‘সেই মেয়েটি’র উল্লেখ কবার আছে ?
ক) দুবার খ) তিনবার গ) চারবার ঘ) একবার


উত্তরঃ ক


৪। ‘অসুখী একজন’- কবিতায় ‘মেয়েটি’র উল্লেখ কবার আছে ?
ক) দুবার খ) তিনবার গ) চারবার ঘ) একবার


উত্তরঃ খ


৫। 'আফ্রিকা' কবিতাটি আছে রবীন্দ্রনাথের- (২০১৬ PG)
ক) 'পত্রপুট' কাব্যগ্রন্থে খ) 'শ্যামলী' কাব্যগ্রন্থে গ) 'পুনশ্চ' কাব্যগ্রন্থে ঘ) 'শেষ সপ্তক' কাব্যগ্রন্থে


উত্তরঃ ক


৬। ‘এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে।’- বক্তা-
ক) গল্পকথক খ) অনাদি গ) ভবতোষ ঘ) জগদীশ


উত্তরঃ খ


৭। হৈমবতীসুত’ যাকে বলা হয়েছে , তিনি হলেন –
ক) রাবন খ) ইন্দ্রজিৎ গ) কার্তিক ঘ) অর্জুন
উত্তরঃ গ


৮। “কিম্বা যথা বৃহন্নলারূপী/কিরীটি,”-‘বৃহন্নলারূপী কিরীটি’ বলা হয়-
ক) অর্জুনকে খ) কার্তিককে গ) ভীমকে ঘ) নারায়ণকে
উত্তরঃ ক


৯। ‘উড়িলা মৈনাক-শৈল,’-মৈনাক হলেন –
ক) হিমালয় পর্বত খ) পার্বতীর পুত্র গ) মেনকার পুত্র ঘ) মনুর পুত্র
উত্তরঃ গ


১০। ‘আমিও আপনার আদেশবহ হয়ে থাকব।’-কার আদেশবহ হয়ে থাকবার কথা বলা হয়েছে?
ক) মীরজাফর খ) মোহনলাল গ) মীরমদন ঘ) গোলামহোসেন
উত্তরঃ ঘ


১১। ‘আজকার এ কান্না শুধুই বিলাস’ – বক্তা কে?
ক) সিরাজদৌল্লা খ) লুৎফা গ) ঘসেটি বেগম ঘ) মীরজাফর
উত্তরঃ গ


১২। ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে?
ক) পনেরো বার খ) উনিশ বার গ) সতেরো বার ঘ) একুশ বার
উত্তরঃ খ


১৩। “রণিয়ে ওঠে হ্রেষার কাঁদন”—‘হ্রেষা’ কী?
ক) কুকুরের ডাক খ) বিড়ালের ডাক গ) ময়ূরের ডাক ঘ) ঘোড়ার ডাক
উত্তরঃ ঘ


১৪। ‘প্রলয়োল্লাস’ কবিতাটি যে-কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, তা হল-
ক) অগ্নিবীণা খ) ফণীমনসা গ) সর্বহারা ঘ) ঝড়
উত্তরঃ ক


১৫। ‘বুড়োমানুষের কথাটা শুনো’- এখানে বুড়োমানুষটি কে?
ক) গীরিশ মহাপাত্র খ) জগদীশবাবু গ) নিমাইবাবু ঘ) অপূর্ব
উত্তরঃ গ


১৬। ‘সে যে বার্মায় এসেছে এ খবর সত্য।’- বক্তা কে?
ক) গীরিশ মহাপাত্র খ) জগদীশবাবু গ) নিমাইবাবু ঘ) অপূর্ব
উত্তরঃ খ


১৭। ‘আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি?’ বক্তা কে?
ক) তলওয়ারকর খ) জগদীশবাবু গ) নিমাইবাবু ঘ) অপূর্ব
উত্তরঃ ক


১৮। বাংলা গদ্য সাহিত্যে প্রথম শোক গ্ৰন্থ কোনটি ?
ক) এষা খ) ব্রজবিলাস গ) প্রভাবতী সম্ভাষণ ঘ) বাসুদেব চরিত
উত্তরঃ গ


১৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘প্রভাবতী সম্ভাষণ’ কতসালে রচিত?
ক) ১৮৬১ খ) ১৮৬৩ গ)১৮৬৫ ঘ) ১৮৬৮
উত্তরঃ খ


২০। বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরধ্বনি উচ্চারণের সময়?
ক) যৌগিক খ) মৌলিক গ) বিকৃত ঘ) দ্বিস্বর
উত্তরঃ খ


২১। অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ কোনটি?
ক) ইঁ খ) ক গ) ওঁ ঘ) চ
উত্তরঃ গ


২২। কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
ক) ‘অ’ এবং ‘ই’ খ) ‘এ’ এবং ‘ই’ গ) ‘ও’ এবং ‘ই’ ঘ) ‘ও’ এবং ‘ঈ’
উত্তরঃ গ


২৩। বাংলা কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে?
ক) আ খ) ক গ) ও ঘ) চ
উত্তরঃ ক


২৪। ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
ক) সংবৃত খ) বিবৃত গ) অর্ধ-সংবৃত ঘ) অর্ধ-বিবৃত
উত্তরঃ খ


২৫। ‘দ্বিতীয় বিদ্যাপতি’ আখ্যা দেওয়া হয়েছে কোন্ কবিকে ?
ক) চণ্ডীদাস খ) জ্ঞানদাস গ) গোবিন্দদাস ঘ) কবিরঞ্জন
উত্তরঃ গ


২৬। কোনটি ধর্মমঙ্গলের চরিত্র নয়?
ক) ইছাই ঘোষ খ) লাউসেন গ) হরিশচন্দ্র ঘ) ধনপতি
উত্তরঃ ঘ


২৭। ‘ শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে যে ছন্দের প্রয়োগ দেখা যায়, তা হল-
ক) পয়ার ও ত্রিপদী খ) পয়ার ও তুনট গ) ত্রিপদী ও তুনট ঘ) তুনট ও ভুজঙ্গপ্রয়াত
উত্তরঃ ক


২৮। ‘চর্যা’ শব্দটির অর্থ-
ক) যোগীর আচার-ব্যবহার পদ্ধতি খ) ভিক্ষুর আচার-ব্যবহার পদ্ধতি গ) সাধকের আচার-ব্যবহার পদ্ধতি ঘ) সিদ্ধাচার্যের আচার-ব্যবহার পদ্ধতি
উত্তরঃ ক


২৯। চর্যাপদের পুথিটি প্রকাশকালে সম্পাদনার দায়িত্বে কে ছিলেন?
ক) প্রবোধচন্দ্র বাগচী খ) বিধুশেখর শাস্ত্রী গ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ঘ) সুকুমার সেন
উত্তরঃ গ
৩০। ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে,চর্যাপদ রচিত হয়েছে –
ক) অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে খ) নবম থেকে একাদশ শতাব্দীর মধ্যে গ) দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ঘ) একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে
উত্তরঃ গ

0/Post a Comment/Comments