এখানে নবম শ্রেণির 'সাহিত্য সম্ভার' বাংলা পাঠ্যবইয়ের সিলেবাস দেওয়া হলো । প্রতিটি পাঠ্যের রচনাকার এবং উৎস দেওয়া হয়েছে। এই অংশ থেকে বিগত বছরগুলিতে একাধিক প্রশ্ন এসেছে।
সাহিত্য সম্ভার (বাংলা - দ্বিতীয় ভাষা) নবম শ্রেণি
১. কবিতা
বীরবাহুর মৃত্যুতে রাবণ
রচনাকার: মাইকেল মধুসূদন দত্ত
উৎস: 'মেঘনাদ বধ কাব্য' (১৮৬১) প্রথম সর্গ
জ্যোতি
রচনাকার: রবীন্দ্রনাথ ঠাকুর
উৎস: 'গীতালি' (১৯১৪) কাব্যগ্রন্থ, পরবর্তীকালে 'গুরু' (১৯১৮) নাটকে স্থান পায়
নগরলক্ষ্মী
রচনাকার: রবীন্দ্রনাথ ঠাকুর
উৎস: 'কথা ও কাহিনী' (১৯০৮) কাব্যগ্রন্থ
ধনধান্য পুষ্প-ভরা
রচনাকার: দ্বিজেন্দ্রলাল রায়
উৎস: 'আর্যগাথা' (১ম ও ২য় খণ্ড ১৮৮৪) কাব্যগ্রন্থ, পরবর্তীতে 'শাহজাহান' (১৯০৯) নাটকে স্থান পায়
কাজলা দিদি
রচনাকার: যতীন্দ্রমোহন বাগচী
উৎস: 'কাব্য মালঞ্চ' (১৯৩১) কাব্যগ্রন্থ
ডাক টিকিট
রচনাকার: সত্যেন্দ্রনাথ দত্ত
উৎস: 'বেণু ও বীণা' (১৯০৬) কাব্যগ্রন্থ
ঈশ্বর
রচনাকার: কাজী নজরুল ইসলাম
উৎস: 'সাম্যবাদী' (১৯২৫) কাব্যগ্রন্থ
এখানে আকাশ নীল
রচনাকার: জীবনানন্দ দাশ
উৎস: 'রূপসীবাংলা' (১৯৫৭) কাব্যগ্রন্থ
মধুমতী নদী দিয়া
রচনাকার: জসীমউদ্দীন
উৎস: 'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪) কাব্যগ্রন্থ
ইলিশ
রচনাকার: বুদ্ধদেব বসু
উৎস: 'দয়মন্তী' (১৯৪৩) কাব্যগ্রন্থ
জননী জন্মভূমি
রচনাকার: সুভাষ মুখোপাধ্যায়
উৎস: 'কাল মধুমাস' (১৯৬৬) কাব্যগ্রন্থ
২. গদ্য
বাঙ্গালার ইতিহাস
রচনাকার: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উৎস: 'বাঙ্গালার ইতিহাস' (১৮৪৮) প্রবন্ধ গ্রন্থ। এটি জর্নক্লার্ক মার্শম্যানের 'The History of Bengal' গ্রন্থের বাংলা অনুবাদ ।
গগন-পটো
রচনাকার: অক্ষয়চন্দ্র সরকার
উৎস: 'গোচারণের মাঠে' (১৮৭৪) গদ্যগ্রন্থ
কঙ্কাবতী
রচনাকার: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
উৎস: 'কঙ্কাবতী' উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বাদশ পরিচ্ছেদ 'ব্যাঙ-সাহেব' ।
পোস্ট-মাস্টার
রচনাকার: রবীন্দ্রনাথ ঠাকুর
উৎস: 'গল্পগুচ্ছ' গল্প সংকলন
যাত্রা
রচনাকার: রবীন্দ্রনাথ ঠাকুর
উৎস: 'পথের সঞ্চয়' (১৯৪৭) প্রবন্ধগ্রন্থ ।
অধ্যয়ন ও জ্ঞানলাভ
রচনাকার: প্রফুল্ল চন্দ্র রায়
উৎস: 'আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী' (১৯২৭) প্রবন্ধ গ্রন্থ ।
ইন্দ্রনাথ ও শ্রীকান্ত
রচনাকার: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উৎস: 'শ্রীকান্ত' (১৯১৭) উপন্যাসের প্রথম খণ্ড ।
ঠেলাগাড়ি
রচনাকার: বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়
উৎস: 'কিশোর রচনা সমগ্র' গ্রন্থ ।
সভাকবি
রচনাকার: শৈলজানন্দ মুখোপাধ্যায়
উৎস: 'আত্মঘাতীর ডায়েরী' গল্পগ্রন্থ ।
চিল্কা
রচনাকার: সৈয়দ মুজতবা আলী
উৎস: 'ধূপছায়া' (১৯৫৭) প্রবন্ধগ্রন্থ ।
পটোদিদি
রচনাকার: লীলা মজুমদার
উৎস: 'খেরোর খাতা' (১৯৮২) স্মৃতি চারণা মূলক গ্রন্থের ১০ নম্বর গল্প ।
আমার ছোটোবেলা
রচনাকার: আশাপূর্ণা দেবী
উৎস: 'আমার ছেলেবেলা' (১৯৩২) স্মৃতিচারণামূলক গ্রন্থ ।
৩. অনুবাদ সাহিত্য
শামুক
রচনাকার: অনুপমা বসুমাতরি
উৎস: 'রূপালী রাতের ঘাট' কাব্যগ্রন্থ
তরজমা: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
বাজি
রচনাকার: আন্তন চেকভ
উৎস: ইংরেজি নাটক 'The Bet' (১৮৮৯)
তরজমা: সত্য বন্দ্যোপাধ্যায়
৪. নাটক
প্রতাপাদিত্য
রচনাকার: ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
উৎস: 'বঙ্গের প্রতাপাদিত্য' (১৯০৩) নাটক
Post a Comment